জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট সোলাইমানকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা 

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২ | ৪৪৪

টাঙ্গাইলের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলাইমানকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ইজাজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মামুনুর রহমান মিয়া, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এসোসিয়েশনের জেলা শাখার আহবায়ক মোস্তফা কামাল, সংগঠনের সদস্য সচিব নাজিম উদ্দিন আহমেদ, সদস্য আমজাদ হোসেন ভূঁইয়া, সদস্য লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

এ সময় মো. সোলাইমানকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা করা হয়।

 উল্লেখ্য, ১৯৮৩ সালে তিনি টাঙ্গাইলের স্বাস্থ্যসহকারী হিসেবে চাকরি জীবনে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন পদে চাকরি করে গত ১ জানুয়ারি টাঙ্গাইলের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হিসেবে চাকরি থেকে অবসরে যান। চাকরিকালে তিনি সৎ এবং মেধার ভিত্তিতে স্বাস্থ্যখাত নিয়ে কঠোর প্ররিশ্রম করেছেন। যার ফলে সাধারণ মানুষ খুব সহজেই সেবা পেয়েছেন।