উপনির্বাচন সুষ্ঠু হলে আগামী সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি -সাহিদুর রহমান টেপা


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন সুষ্ঠু হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটি অংশ গ্রহণের সিদ্ধান্ত নেবে।
বুধবার দুপুরে পার্টির কেন্দ্রীয় একঝাক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুর নবী চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেন।
এসময় তিনি নির্বাচন অবাদ সুষ্ঠু করার দাবি জানিয়ে বলেন সকল ভোটার যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। এর আগে উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহিরের পক্ষে মির্জাপুর পৌর শহরে কেন্দ্রীয় নেতাকর্মীরা গণসংয়োগ করেন।
সাহিদুর রহমান টেপা বলেন, জাতীয় পার্টির এজেন্টদের যেন ভোটকেন্দ্র থেকে বের করে না দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুসহ কেন্দ্রীয় ও স্থানীয় আরো নেতৃবৃন্দ। ১৬ জানুয়ারি এ আসনের উপনির্বাচনের শতভাগ ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।