পঞ্চম ধাপে টাঙ্গাইলে ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, বুধবার, ৫ জানুয়ারী ২০২২ | ৮৫১

আজ টাঙ্গাইলে পঞ্চম ধাপে ৩টি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ৭৬৬ জন। এর মধ্যে ৬ জন হিজরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোট কেন্দ্র ১৩৪টি নির্বাচনে সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম দফায় ঘাটাইল, বাসাইল এবং মির্জাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘাটাইল উপজেলায় জামুরিয়া; বাসাইল উপজেলায় কাউলজানী, কাঞ্চনপুর, ফুলকী, হাবলা ও মির্জাপুরে আনাইতারা, উয়াশী, গোড়াই, জামুকী, বানাইল, বাশতৈল, ভাতগ্রাম এবং মহেড়া। 

 এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুপূর্ণ কেন্দ্রে থেকে ৭ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। একই সাথে প্রতিটি কেন্দ্রে ১৬ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি র‌্যাব এবং ডিবির টিমও কাজ করবেন।  

তিনি আরো বলেন, আশা করছি বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। এ লক্ষে সকল প্রস্ততি নেয়া হয়েছে বলে তিনি জানান।