জনতা লাইব্রেরীর প্রথম স্থান অর্জন

টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই’ মেলা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ | ৩৮০

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে আয়োজিত চারদিন ব্যাপি ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা’ রোববার সমাপ্ত হয়েছে।

সমাপনী দিনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. আব্দুল করিম প্রমুখ। মেলায় জনতা লাইব্রেরী প্রথম স্থান অর্জন করেছে।

এছাড়াও শিশু একাডেমি দ্বিতীয় ও ইসলামিক ফাউন্ডেশন তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রথম স্থান অর্জনকারী জনতা লাইব্রেরীর স্বত্ত্বাধিকার মো. জামান মিয়াসহ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকারের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা’ শুরু হয়। মেলায় ৩০ বইয়ের স্টল অংশ নেয়।