টাঙ্গাইল করোনেশন ড্রামাট্রিক ক্লাবের নির্বাচন সম্পন্ন

সভাপতি আতাউর রহমান খান ও সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ | ৫০৭

টাঙ্গাইল করোনেশন ড্রামাট্রিক ক্লাবের ২০২২-২৩ দ্বিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর শুক্রবার ২০২২-২৩ দ্বিবার্ষিক কার্যকরী পরিষদের  নির্বাচনে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কার্যকরী পরিষদের সভাপতিসহ অন্যন্য প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে সৈয়দ মাহমুদ তারেক পুলু ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ বীর বিক্রম ৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

বিনা প্রতিদ্ব¦ন্দিতায় নির্বাচিতরা হলেন সভাপতি আতাউর রহমান খান, সহ-সভাপতি পদে খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও মহব্বত হোসেন খান, যুগ্ন-সম্পাদক উদয় শংকর ঘোষ ও শাজাহান চৌধুরী। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেবাশীষ দেব। নাট্য সম্পাদক পদে সাম্য রহমান।

নির্বাহী পরিষদের সদস্যরা হলেন ফজলুর রহমান খান ফারুক, এস এম সিরাজুল হক আলমগীর, এলেন মল্লিক, শাহনেওয়াজ খান উলকা, মোঃ ফজলুল হক বীরপ্রতীক, রতন কুমার দত্ত, আব্দুর রহমান(জলিল), আমিরুল ইসলাম খান, সাইদুর রহমান ঠান্ডু, মোঃ রেজাউর রহমান চঞ্চল, প্রদীপ শংকর পাল, সোহেল মিয়া ও সুজয় সরকার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন শাহনুর ইসলাম খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট আব্দুর রশিদ ও এ্যাডভোকেট তুলসী দাস।