টাঙ্গাইলে শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন


মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মৃতি পাঠাগার নির্মাণ করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে নব-নির্মিত এ পাঠাগারের উদ্বোধন করেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন। এসময় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমেন মিঞা, বাসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফেদা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, পাঠাগারে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু, শেখ রাসেলসহ মনীষীব্যক্তিবর্গের জীবনী সম্বলিত বই ও শিশু বিকাশের বই সংরক্ষন করা হয়েছে। এখান থেকে শিশু শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদের কর্মজীবনে কাজে লাগবে।