সখীপুরে অন্ডকোষ গলিয়ে যুবককে হত্যার অভিযোগ


টাঙ্গাইলে অন্ডকোষ গলিয়ে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ জমিতে ঘরতোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে ওই জমিতেই রুবেলকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় ওই যুবকের ছোট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, রুবেলদের সাথে বিরোধপূর্ণ একটি জমিতে ঘর তুলতে যায় প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাদের আত্মীয় স্বজনের ১৫/২০ জনের একটি দল। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সাথে রুবেলের যোগাযোগ আছে এমন সন্দেহে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে তাকে আক্রমন করে। এ সময় রুবেলের চিৎকার শুনে তার পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
নিহতের ভাই রাসেল আহমেদ বলেন, জমি-জমার জের ধরে আমার ভাই রুরেলের অন্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি, লিমাসহ ১৫/২০ জনকে আসামী করে একটি মামলা দেয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ.কে.সাইদুল হক ভূঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।