শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম


চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখা’র শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার ও শিক্ষক নেতা শাহ আলম খান প্রমূখ।
এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।এসময় বক্তারা বলেন, উপজেলার গাবসারা ইউনিয়নের চর চন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে শিক্ষকদের উপর কিছু সন্ত্রাসী ন্যাক্কারজনক হামলা চালায়। এতে ডিগ্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারা আরও বলেন- আমরা হামলাকারীদের অভিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এদিকে, মানববন্ধনে আব্দুল বারী সরকারের সুস্থতা কামনা করেন তারা।