ঘাটাইলে ২টি'তে নৌকা ও স্বতন্ত্র ৫টি'তে বিজয়ী 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৬ পিএম, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | ৪৫১
টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ২টিতে নৌকা এবং ৫টিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  ২৬শে ডিসেম্বর (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপুর্ন ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
 
সকাল থেকে উৎসব মুখর ভাবে প্রতিটি ইউনিয়নের প্রতিটা কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনেক দিন পর সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে ভোট দিতে পেরে ভোটারদের উপস্থিতি যেমন ছিল বেশি তেমনি নিজের ভোট নিজেরাই দিতে পেরে ভোটাররাও ছিলেন অনেক খুশি।
 
দেউলাবাড়ি ইউপিতে নৌকা প্রতিকে সুজাআত আলী খান,  ঘাটাইল ইউপিতে আনারস প্রতিকে  মিজানুর রহমান হিরা,লোকেরপাড়া ইউপিতে আনারস প্রতিকে শহিদুল হক মিলন,আনেহলা ইউপিতে নৌকা প্রতিকে তালুকদার মোঃ শাজাহান, দিগলকান্দি ইউপিতে ঘোড়া প্রতিকে রেজাউল করিম মুটু, দিগর ইউপিতে আনারস প্রতিকে ফারুক হোসেন ফনি, দেওপাড়া ইউপিতে আনারস প্রতিকে রুহুল আমিন আকন্দ হেপলু  বিজয়ী হয়েছেন।
 
ঘাটাইলের ৭ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন৪০জন। সাধারন সদস্য পদে ২৩৭জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৭৮জন প্রার্থী। এতে মোট ভোটার ১লাখ ৬৫হাজার ৩৭৫ জন। এ নির্বাচনে ৭টি ইউনিয়ন পরিষদে ভোট হয় ব্যালটের মাধ্যমে।