ধনবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে টিসিবির পণ্য বিক্রি


টাঙ্গাইলের ধনবাড়ীর বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ পণ্য বিক্রি করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধাদের আনোয়ার হোসেন কালু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা টিসিবির ট্যাগ অফিসার আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সালাউদ্দিন টুক্কু ও আলম বাদ্রার্সের প্রতিনিধি আবু তারেক প্রমুখ। এ সময় ৩৯৫ টাকায় টিসিরির পণ্য প্যাকেজ আকারে বিক্রি করা হয়।