ইউপি নির্বাচন

উয়ার্শীতে প্রার্থীতা ফিরে পেলেন আ.লীগের মাহাবুব আলম মল্লিক

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪০ পিএম, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | ৬০৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৭ নং উয়ার্শী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোননিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলম মল্লিক হুরমহল উচ্চ আদালতে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন।

সোমবার হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক খশরুজ্জামান ও মো. খাইরুল আলম শুনানি শেষে এই রায় দেন।

৭ নং উয়ার্শী ইউনিয়নের নৌকার প্রার্থী মাহাবুব আলম মল্লিক হুরমহল এই তথ্য নিশ্চিত করেন।

গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে ঋণ খেলাপির দায়ে মাহাবুব আলম মল্লিকের প্রার্থীতা বাতিল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম। এরপর জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করলে সেখানেও খারিজ হয়। পরে উচ্চ আদালতে আপিল করে সোমবার সকালে তিনি প্রার্থীতা ফিরে পান।

এদিকে মাহাবুব আলম মল্লিকের প্রার্থীতা ফিরে পাওয়ার খবর পেয়ে উয়ার্শীতে তার অনুসারীরা এবং দলের নেতাকর্মীরা আনন্দ উল্লাস মিছিল করেছে এবং মিষ্টি বিতরণ করেছে বলে বলে খবর পাওয়া গেছে।

মাহাবুব আলম মল্লিক হুরমহল বলেন, উচ্চ আদালতে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছি। এখন দলের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরো উদ্যমে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাবো।

আগামী ৫ জানুয়ারী উয়ার্শীসহ মির্জাপুরের আট ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।