টাঙ্গাইলে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব


টাঙ্গাইলে সদরে ৪ ক্যান বিয়ার ও এক বোতল দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার সকালে পৌর শহরের ভিক্টোরিয়া রোডের এলজি বাটারফ্লাই শোরুমের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পৌর শহরের কলেজ পাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে শাহারিয়ার সীমান্তর (২৩)। এসময় ৪ ক্যান বিয়ার, এক বোতল দেশীয় মদ, একটি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ৮ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য বিয়ার এবং দেশীয় মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।