মির্জাপুরে দুই ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৮ পিএম, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | ৭১২

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ বলেছেন, আওয়ামী লীগে কোন ভেদাভেদ থাকবেনা। যেহেতু দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা একজন, সেখানে ভেদাভেদ থাকবে কি করে। তাই সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে।

শনিবার সকালে উপজেলার ভাতগ্রাম ও বিকেলে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

দুল্যা বেগম বাজারে ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষরে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ। 

অপরদিকে বিকেলে ফতেপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 

সভায় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহবান জানান। সভায় ইউনিয়নের নয় ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।