নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৩ পিএম, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ | ৩৬৭

“আপনার অধিকার. আপনার দায়িত্ব” এসকল প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার  (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বতে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, সাবেক কমান্ডার মো.সুজায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, প্রমূখ।

এদিকে রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, এই ব্যানারে নাগরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক মানববন্ধনের আয়োজন করেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারন সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।