ভূঞাপুরে
শিক্ষার্থীদের মাঝে গীতাদান ও গীতাস্কুলের উদ্বোধন


টাঙ্গাইলের ভ‚ঞাপুরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গীতাদান ও গীতাস্কুলের উদ্বোধন করা হয়েছে।
গতকাল উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া ঘোষপাড়া নাটমন্দিরে এই স্কুলের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
গীতাস্কুলের সভাপতি সাংবাদিক অভিজিৎ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভ‚ঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক আখতার হোসেন খান, ভ‚ঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামানিক, ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, বামনহাটা সরকারি প্রামানিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঙ্গল সাহা, গীতা স্কুলের সাধারন সম্পাদক সাধন দাস, শিক্ষক তাপস চন্দ্র, সুনিল চক্রবর্তী, নারায়ন দে সরকার প্রমুখ। গীতাস্কুলের উদ্বোধন শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে গীতাদান করা হয়।