টাঙ্গাইলের মির্জাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৮ পিএম, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ | ৫৬২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নে অসহায় দুঃস্থ গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহপ্ততিবার ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ে বানাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ শামীম করিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য ও বানাইল ইউপি (সাবেক) চেয়ারম্যান মোঃ আলী হোসেন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি স্বপন কুমার মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন মাখন, সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়া, ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি নূরজ্জামান, সাধারণ সম্পাদক লুবান খান প্রমুখ।

অনুষ্ঠাটির পরিচালনা করেন বানাইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পিন্টু।
অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে কথা হলে তিনি বলেন বানাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা অনেক গরীব অসহায় মহিলা-পুরুষ সমবেত হয়, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপির প্রতিনিধি হয়ে আমরা প্রায় ২৩০ জন গরীবদের মাঝে কম্বল বিতরণ করি।