ঝিনাইগাতীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮ | ৪৮৪

শেরপুরের ঝিনাইগাতীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলেম-ওলামা, ইমাম, খতিব ও শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উন্নয়ন মেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন, জামিয়া ইসলামীয়া মদিনা উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি খালিছুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম, ইমাম মাওলানা আবু ইউসুফ আকন্দ প্রমূখ।

সভায় উপজেলার প্রায় ২শতাধিক আলেম-ওলামা, ইমাম, খতিব ও শিক্ষক উপস্থিত ছিলেন। সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে এক মোনাজাত অনুষ্ঠিত হয়।