টাঙ্গাইলে জাতীয় সমবায় দিবস পালিত


নানা আয়োজনের মধ্য দিয়ে “বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে জেলা শিল্প কলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আনসারী,টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন,জেলা সমবায় কর্মকর্তা এস এম তহমিদুজ্জামান ,উপ-সহকারি নিবন্ধক মো.আব্দুর রৌফ, উপজেলা সমবায় কর্মকর্তা মো.শাহিনুজ্জামান,টাঙ্গাইল জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. আব্দুর রাজ্জাক খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমবায় সমিতির উপজেলার সকল সদস্য বৃন্দ।