বেড়েই চলেছে এল.পি. গ্যাসের দাম

কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১২ পিএম, রোববার, ১৭ অক্টোবর ২০২১ | ৩৬৮

গাজীপুরের কালিয়াকৈরে এলপি গ্যাসের মূল্য হঠাৎ ২২ শতাংশ বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এদিকে আবার খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় ক্রয়-ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। উপজেলার কালিয়াকৈর বাজার, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চান্দ্রা বাজার ঘুরে জানা যায়, এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারী তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এল,পি,জি) ১২ কেজির সিলিন্ডারের মুল্য ২২৬ টাকা করে বেড়েছে। অর্থাৎ কেজি প্রতি ২২ শতাংশ দাম বেড়েছে। গত মাসে ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ছিল ৯৯৩ টাকা কিন্তু কিছুদিন আগে বাজারে সেই ১২ কেজি এলপি গ্যাসের মূল্য বেড়ে ১০৩৩ হলো। বর্তমানে আবার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে এখন ১২৫৯ টাকা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে জানা যায়, ভ্যাট সহ প্রতি কেজি এলপি গ্যাসের মূল্য ৮৬ টাকা ০৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ টাকা ৯২ পয়সা নির্ধারণ করেছে। অর্থাৎ কেজি প্রতি বাড়ল ২২ শতাংশ। বর্তমানে ১২ কেজি এলপি সিলিন্ডার গ্যাসের মূল্য ১২৫৯টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এল.পি গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে।

কালিয়াকৈর বাজারের ব্যবসায়ী রতন পাল বলেন, স্বল্প আয় দিয়ে কোনো রকম সংসার চলে। কিছুদিন যাবত বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বেড়ে গেছে, সেই সাথে এলপি গ্যাসের দাম দফায় দফায় বাড়ার কারণে আমরা দিশেহারা। এই ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

সফিপুর বাজারের ক্রেতা হাজেরা বলেন, চাল,ডাল ,তৈল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম খুবই বেশী, তারপর আবার গ্যাসের দাম ১২৮০ থেকে ১৩০০ টাকায় ক্রয় করতে গিয়ে হতাশ হয়ে পড়েছি। যে টাকা বেতন পাই তা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হইতেছে।

অনুসন্ধানে জানা যায়, কিছু সুযোগ সন্ধানি ও অসাধু ব্যবসায়ীরা এলপি গ্যাসের নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে বিক্রি করছে। কিছু কিছু দোকানদার ইচ্ছামত দাম রাখছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

কালিয়াকৈর সাহেব বাজারের এল.পি. গ্যাস ব্যবসায়ী জসিম উদ্দীন বলেন, কয়েক দফায় হুট করে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। ১২ কেজির প্রতি বোতলে ১০০ থেকে ২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এতে আমাদের বিক্রি অনেক কমে গেছে।

কালিয়াকৈর বাজারের এল.পি. গ্যাস ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির কারণ আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধির দোহায় দিয়ে বলেন এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপব্ষের যথাযথ পদক্ষেপ নেয়া উচিত বলে আমি মনে করি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সরকার ঘোষিত বাজারের নির্ধারিত মূল্যের চেয়ে যদি কেউ বেশি দামে বিক্রি করে সেই দোকানদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।