টাঙ্গাইলে নাগরপুরে

স্কুলের ৬টি ল্যাপটপ রহস্যজনক চুরি

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮ | ৫১২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৬ টি ল্যাপটপ রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার রাত থেকে রবিবারের মধ্যে যে কোন দিন এ রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনায় রবিবার সকালে নাগরপুর থানায় একটি অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রদত্ত¡ ১৭ টি ল্যাপটপ এর মধ্যে থেকে মাত্র ৬ টি ল্যাপটপ চুরি যাওয়ার বিষয়টি রহস্যজনক চুরি বলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। রহস্যজনক চুরির ঘটনাটি অধিকতর তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যাক্তি জানিয়েছে।

এলাকা সূত্রে জানা য়ায়, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের অধিনে ওই বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয় গত ২০১৫ সালে। উদ্বোধনকালে ওই ল্যাবে সরকার ১৭টি ল্যাপটপ প্রদান করে। গত বৃহস্পতিবার অন্য দিনের মত শিক্ষা কার্যক্রম শেষে স্কুল বন্ধ করে চলে যায় সবাই। শুক্রবার সবাই ছুটি কাটিয়ে রীতিমত শনিবার স্কুল খুলে রুটিন মাফিক শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ করে চলে যায়।

রবিবার সকালে কম্পিউটার ক্লাশ থাকায় কম্পিউটার শিক্ষিকা স্বর্ণালতা সরকার ক্লাশ রুমে ঢুকতে গেলে ল্যাবের তালা খোলা অবস্থায় দেখতে পায়। শিক্ষিকা স্বর্ণালতা সরকার ল্যাবের তালা খোলা অবস্থায় দেখতে পেয়ে ল্যাবের ভিতরে গিয়ে কম্পিউটারের ড্রয়ারগুলো চেক করতে গেলে ৬টি ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পায়।

ড্রয়ারে ৬টি ল্যাপটপ চুরি হওয়ার বিষয়টি অবগত হন। পরে প্রধান শিক্ষক চুরির বিষয়টি স্কুল পরিচালনা কমিটিকে জানালে স্থানীয় চেয়রম্যানসহ সংশ্লিষ্টরা ল্যাব পরিদর্শন করে ল্যাবের ১৭টি ল্যাপটপের মধ্যে থেকে ৬ ল্যাপটপ চুরির যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।


কম্পিউটার চুরির বিষয়ে স্কুলের কম্পিউটার শিক্ষিকা স্বর্ণালতা সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে আইসিটি ক্লাশ নিয়ে আমি বাড়ি চলে যাই। শনিবার আইসিটি ক্লাশ না থাকায় ল্যাবে ঢুকিনি। রবিবার কম্পিউটার ক্লাশ থাকায় সকালে ল্যাব কক্ষে ঢুকতে গেলে ল্যাবের দরজার তালা খোলা দেখি।

ল্যাবের ভিতরে গিয়ে কম্পিউটারের ড্রয়ারগুলো চেক করতে গেলে ৬টি ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পাই এবং ৬টি ড্রয়ারের ভিতরে কোন কম্পিউটার ছিল না। পরে বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করি।

অফিস সহকারী(পিয়ন) সাখাওয়াত হোসেন জানান, আমি নিয়মিত ড্রয়ার, শ্রেণীকক্ষ তালাবদ্ধ করে চাবিগুচ্ছ অফিসে বুঝিয়ে দিয়ে চল যাই। শনিবার সকালে এসে অফিস শ্রেনীকক্ষ রীতিমত খুলে দিই।

রবিবার সকালে কম্পিউটার ক্লাশ থাকায় কম্পিউটার শিক্ষিকা স্বর্ণালতা সরকার ক্লাশ রুমে ঢুকতে গেলে ল্যাবের তালা খোলা অবস্থায় দেখতে পেলে চুরির বিষয়টি আমরা অবগত হই।

প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার ও শনিবার স্কুলের কাজে অন্যত্র ব্যাস্ত থাকায় স্কুলে আসতে পারি নাই। রবিবার সকালে বিদ্যালয়ে আসলে শিক্ষিকা স্বর্ণালতা সরকারসহ অন্য শিক্ষকরা ৬টি ল্যাপটপ চুরির বিষয়টি আমাকে অবগত করে। আমি সাথে সাথে স্কুল কমিটি ও স্থানীয় চেয়ারম্যানসহ অন্যান্য ব্যাক্তিবর্গকে অবগত করি।

স্থানীয় চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দীকি জানান, স্কুলের ৬টি ল্যাপটপ চুরির ঘটনাটি রহস্যজনক। রবিবার সকালে স্কুল থেকে মুঠোফোনে বিষযটি অবগত করে। ল্যাবটি পরিদর্শনে কালে দেখতে পাই ল্যাবের দরজা ও কম্পিউটারের ড্রয়ারগুলোর তালাগুলো খোলা অবস্থায় ছিল। তালাগুলো কোন প্রকার ভাঙ্গার কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জমির উদ্দিন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাইন উদ্দিন বলেন, দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৬ টি ল্যাপটপ চুরির ঘটনায় নাগরপুর থানায় স্কুল কর্তৃপক্ষ একটি অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে চুরির মুল বিষয়টি জানা যাবে।