টাঙ্গাইলে ধনবাড়ীতে
গৃহবধূ অপহরনের ৫ দিনেও উদ্ধার হয়নি


টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদীআটা গ্রামের লিটনের স্ত্রী কাকলী ইয়াসমীন কাকন ১ সন্তানের জননী অপহরন হয়েছে। অপহৃত কাকলী ইয়াসমীন কাকলী এখনো উদ্ধার হয়নি।
অপহৃত কাকলী ইয়াসমীন কাকন এর স্বামী লিটন বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেন।
মামলার বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, লিটনের স্ত্রী কাকলী ইয়াসমীন কাকন(২৩)১ সন্তানের জননী কে লিটনের চাচাতো ভাই রেজাউল ইসলাম গংরা ১৩ জানুয়ারী সন্ধ্যায় তার বাড়ী থেকে অপহরন করে নিয়ে যায়।
এ ব্যাপারে গত ১৪ জানুয়ারী রবিবার সকালে কাকলী ইয়াসমীন কাকন এর স্বামী লিটন বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অপহৃত কাকলী ইয়াসমীন কাকন এর স্বামী লিটন সাংবাদিকদের জানান, আমার স্ত্রী কে বখাটে রেজাউল ইসলাম গংরা তুলে নিয়ে গেছে পরে বাড়ীতে এসে জানতে পারছি আমার ৩ বছর বয়সী ছোট মেয়েটিকেও নিয়ে গেছে তারা। অপহরনকারী রেজাউল ইসলাম এর আগেও ওদের বাড়ীর আজমত এর ছেলে নিখোজের ঘটনায় মামলার আসামী।
আমি রেজাউ ইসলামের উপযুক্ত শাস্তি দাবী করছি। এবং কী আমার স্ত্রী সন্তান কে ফিরে পেতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ মাননীয় প্রধান মন্ত্রীর নিকট জোর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে অপহরনকারীর বাড়ীতে কথা বলতে চাইলে কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। স্থানীয় ০১ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কহিনুর জানান, আমি অপহরনের বিষয়টি শুনেছি ঘটনা সঠিক আমি অপহরনকারী রেজাউল ইসলামের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।