বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ-২০২১
মুসলিম রেনেঁসা কাছে ৪-১ গোলে পরাজিত পুলিশ দল


ছন্দময় ফুটবলের ছন্দে মুসলিম রেনেঁসা ক্লাব ৪-১ গোলে বর্তমান রানারআপ পুলিশ দলকে হারিয়ে শুভ সূচনা করেছে।
মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন(ডিএফএ) আয়োজিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের দ্বিতীয় দিনে “খ” গ্রুপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই মুসলিম রেনেঁসা ক্লাবের কুশলী ফুটবলারা দলগত ভাবে খুবই গোছানো ফুটবল খেলতে থাকে। বিপরীতে পুলিশ দলের ফুটবলারদের শ্লথ গতি মুসলিম রেনেঁসার গতি সম্পন্ন খেলার কাছে দাড়াঁতেই পারেনি। খেলার ১১ মিনিটে পুলিশ দলের গোলরক্ষক রনি বাসফোরকে দর্শক বানিয়ে প্রথম গোল করেন রোমান। মুসলিম রেনেঁসার আক্রমন প্রতিহত করতেই বক্স্রের বাইরে থেকে রোমানের বুদ্ধিদীপ্ত তীব্র শট গোলবারের এক সাইড ঘেষে বল জালে জড়িয়ে যায়(১-০)। খেলায় পিছিয়ে পড়ে পুলিশ দল আরো অগোছালো খেলতে থাকে। সেই সুযোগে মুসলিম রেনেঁসার জাহিদ পুলিশ দলের অফসাইড ট্র্যাপ ভেদ করে দলের পক্ষে দ্বিতীয় গোল করে(২-০) খেলার দ্বিতীয়ার্ধে মুসলিম রেনেঁসার আক্রমনগুলো প্রতিহত করেছেন পুলিশ দলের গোলরক্ষক রনিবাসফোর। প্রায় ৩টি নিশ্চিত গোল হওয়া থেকে মুসলিম রেনেঁসাকে বঞ্চিত করেছেন। পাল্টা আক্রমন থেকে ৭০ মিনিটের সময় পুলিশ দলের স্টাইকার প্রসেনজিৎ গোলরক্ষক ভাগ্যকে বোকা বানিয়ে গোল করে (২-১) ব্যবধান কমিয়ে আনে। গোল খেয়ে আবারো জেগে উঠে মুসলিম রেনেঁসা ক্লাব। খেলার ৭২ মিনিটে সময় মুসলিম রেনেঁসা ক্লাবের বদলী খেলোয়াড় আলআমিন চমৎকার ভাবে প্লেসিং শটে গোল করে (৩-১) ব্যবধার আবারো বাড়ালে খেলার শেষ দিকে পুলিশের বক্স্রে রক্ষনসেনা মোবারক মুসলিম রেনেঁসার স্টাইকার জাহিদকে ফেলে দিলে পেনাল্টি পায়।
পেনাল্টি থেকে মুসলিম রেনেঁসার জাহিদ গোল করে(৪-১) ব্যবধানে জয়লাভ করে।
মুসলিম রেনেঁসা ক্লাবের খেলোয়াড় হলেন সৈয়দ রেজাউল করিম ভাগ্য, শাওন কুবি, ইউসুফ, রোমান, সুরঞ্জন, মামুন, রানা, শাহীন/আল আমিন,মিশু, জাহিদ ও আতিক/আরিফ।
টাঙ্গাইল পুলিশ দলের খেলোয়াড় গোলরক্ষক রনি বাসফোর, রেজাউল করিম, মোবারক , সাইদুল, নাজমুল বিশ্বাস/শাহজাহান, লিটন বর্মন, প্রসেনজিৎ বর্মন, বিল্লাল মিয়া, রুবেল মিয়া ও কাজী রাজিব।
রেফারী- সুলতান মাহমুদ, সহকারী রেফারী আলআমিন, রুবাইয়াত ও টাইগার নজরুল।
আগামীকালের খেলায় অংশ গ্রহন করবেন ইয়ুথ ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব।