মির্জাপুরে নদীতে নিখোঁজের ২৮ ঘন্টা পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার


মির্জাপুরে খেয়া নৌকা ডুবিতে নিখোঁজের ২৮ ঘন্টা পর কলেজ ছাত্রী নীলিমা লস্করের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। সোমবার সন্ধায় উপজেলার নাগরপাড়া খেয়াঘাট থেকে অর্ধ কিলোমিটার ভাটিতে সাফর্তা নামক স্থান থেকে নীলিমার লাশ উদ্ধার করা হয় বলে কলেজ অধ্যক্ষ ইমাম হোসেন মোহাম্মদ ফারুক জানিয়েছেন।
রোববার দুপুরে নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী নীলিমা কলেজ ছুটি হওয়ার পর বাড়ি ফিরতে নাগরপাড়া খেয়া নৌকা যোগে নদী পার হচ্ছিলেন। এসময় মাঝ নদীতে খেয়া নৌকা ডুবে নীলিমা নিখোঁজ হন।
নীলিমা লস্কর উপজেলার উয়ার্শী ইউনিয়নের মশদই গ্রামের আলম লস্করের মেয়ে। নীলিমা নিখোজের খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সন্ধায় নীলিমার লাশ ভেসে উঠলে ডুবুরি দলের সদস্যরা তার লাশ উদ্ধার করে।