টাঙ্গাইলে আড়াই লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ১

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৪:০০ পিএম, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ | ৩৬৬

টাঙ্গাইলে ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২৬ গ্রাম হেরোইনসহ মো, বদরুল নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মির্জাপুর উপজেলার মৌলভী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

অভিযানে গ্রেফতারকৃত মো. বদরুল (৩০) চাঁপাই নবাবগঞ্জ জেলা সদরের ঘটাপাড়া এলাকার মো. এনামুল হকের ছেলে।

প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মির্জাপুর উপজেলা মৌলভী মার্কেট এলাকা থেকে গ্রেফতারকৃত বদরুলকে ২৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। এ সময় তার ব্যবহার ১টি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত বদরুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। অভিযানে গ্রেফতারকৃত বদরুলের বিরুদ্ধে মির্জাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব।