টাঙ্গাইলের ২৪২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে ক্লাশে শুরু

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৪৫ পিএম, রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১ | ৪৮৭

দেড় বছর পর আজ রোববার টাঙ্গাইলের ২ হাজার ৪২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে ক্লাশ শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল দিয়ে বরণসহ নানা মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে। করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্কসহ করোনা প্রতিরোধক সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত। তবে বন্যার কারণে জেলার ৪২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে ক্লাশ শুরু নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। জেলা শিক্ষা অফিসার জানিয়েছে, বিকল্প ব্যবস্থা করে হলেও জেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান ক্লাশ নেয়া হবে।

জেলা শিক্ষা অফিস সূত্র জানা যায়, চলতি বন্যায় টাঙ্গাইলের এক হাজার ৬২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৬ টি, কালিহাতীতে ৩৯ টি, মির্জাপুরে ৮৭টি, নাগরপুরে ৫২টি, গোপালপুরে দুটি, ভূঞাপুরে ২৫টি ও বাসাইলে ৪৮ টি। 

এ ছাড়াও ৭৯৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে ৯৭টি প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩১ টি, কালিহাতী ও গোপালপুরে একটি করে, মির্জাপুরে ১৫টি, নাগরপুরে ১৬টি, ভূঞাপুরে ১৬টি ও বাসাইলে ১৫ টি এবং সখীপুরে দুটি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আহসান বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সকলের সহযোগিতায় শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করা হবে। শ্রেণী কক্ষে পানি থাকলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করা হবে।