টাঙ্গাইলে করোনায় মারা গেলেন জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মিনু


করোনায় মারা গেলেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী। (ইন্না ওয়া ইন্নাইলাহি..... রাজিউন)।
রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান।
তিনি জানান, গত বুধবার (১ সেপ্টেম্বর) তিনি করোনা পজেটিভ হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাকে ঢাকায় পাঠানো হয়। আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। রোববার (১২ সেপ্টেম্বর) বাদ যোহর শহরের বড় মসজিদে প্রথম জানাযা। পরে মীরের বেতকা গ্রামের বাড়িতে ২য় জানাযার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, এছাড়াও তিনি জাতীয় মহিলা পরিষদ টাঙ্গাইলের চেয়ারম্যান ছিলেন মিনু আনাহলী।