টাঙ্গাইলে দেহগড়ি শরীরচর্চা ক্লাবের বার্ষিক নৌ-ভ্রমন ও মিলন মেলা


সুস্থ দেহ সবল মন ,গড়ে তুলি উন্নত জীবন ,আসুন ব্যায়াম করি ,সুস্থ থাকি এ শ্লোগা কে সামনে নিয়ে টাঙ্গাইলে দেহগড়ি শরীরচর্চা ক্লাবের বার্ষিক নৌ-ভ্রমন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার ১০ (সেপ্টেমবর) সকালে ৭.০০ ঘটিকায় টাঙ্গাইল বেবীষ্ট্যান্ডে সবাই একত্রে হয়ে এ ক্লাবটি তেওতা জমিদার বাড়ীর মানিকগঞ্জের উদ্যেশ্যে রওনা দেয় ।
মিলনমেলার সার্বিক তত্ববধানে ছিলেন দেহগড়ির সাধারণ সম্পাদক ও ব্যায়ামের প্রশিক্ষক আনিসুজ্জামান আনিস। এ মিলনমেলায় উপস্থিত ছিলেন প্রায় ৯০ জন সকল শ্রেনী পেশার ও ভিন্ন বয়সি সদস্য ।
মিলনমেলায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফারুক , সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মহিলা ও শিশু বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার ,আলহাজ্ব আব্দুর রহিম , সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মাহমুদ আলম , বিন্দুবাসিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুল মতিন ও বিন্দুবাসিনি সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সাজেদা আক্তার , বার পাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈকত আলী ও জহিরুল ইসলাম ।
এ অনুষ্টানে আরও উপিস্থত ছিলেন এ ক্লাবের উপদেষ্টা তপন কুমার গুন ,আব্দুল আজিজ ,চন্ডীদাস নাগ ও শাহীন চাকলাদার , সহসভাপতি মো: রফিকুল ইসলাম ও সুব্রত ধর , সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান , জাহিদ হাসান হেলাল , সাংগঠিনিক সম্পাদক সোহেল শিকদার ও সাইফুল কবির , সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল রানা , সমাজকল্যান সম্পাদক বাদল ভ’ইয়া , আইটি বিষয়ক সম্পাদক রোমান আওয়াল এবং সদস্য নোমান, নয়ন মিয়া শাহানুর রহমান ,শাহজাদা , রিফাত ,জহিরুল ইসলাম নোমান শুভ ,মিন্টু , সহকারি অধ্যাপক সুরনজ্ঞন সরকার , পরিমল সাহা , আবু হানিফ , বিশ্বজিৎ অধিকারী ,অরুপ সাহা , তপন কুমার দেবনাথ ,রতন সরকার ,শিশির সাহা প্রমূখ ।
এ জাকজমকপূর্ন অনুষ্ঠানে প্রত্যোক সদস্যকে একটি করে দেহগড়ি ক্লাবের পক্ষ থেকে দেহগড়ির লঘু সংযোজিত মগ প্রদান করা হয় ।