টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি অবনতি

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০০ এএম, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | ৪৫২

উজান থেকে নেমে আসা ও বৃষ্টিপাতের ফলে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।  ফলে টাঙ্গাইলে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে । আজ বৃহস্প্রতিবার (২ সেপ্টম্বর) টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন । 

তিনি জানান গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৮সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । তিনি আর ও জানান যেসব এলাকায় ভাঙ্গনের শিকার হচ্ছে সেই এলাকায় তাতক্ষনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে । 

এদিকে, বিভিন্ন নদীর পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভুঞাপুর, মির্জাপুর, বাসাইল ও নাগরপুরে শহর রক্ষা বাঁধে রয়েছে ঝুকি । 

কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন জানান,ভৈরববাড়ী,আলীপুরসহ কয়েকটি গ্রামে প্রায় দুইশত পরিবার গত এক মাসে গৃহহীন হয়ে পড়েছে । এবারে বর্ষায় যমুনা নদীর ভাঙ্গনে ঘরবাড়ী হারিয়ে এসব এলাকার মানুষ আশ্রয় নিয়েছে আশেপাশে গ্রামে । নতুন পানি বৃদ্ধি পাওয়া আমার ইউনিয়নে প্রায় প্রতিটি গ্রামে পানি প্রবেশ করেছে । এতে শতশত পরিবার পানি বন্ধী হয়ে পড়েছে । অপরদিকে কৃষি সস্প্রাসারন অধিদপ্তর সুত্রে পাওয়া কৃষকের ফসলী জমি প্রায় ৩৫ হেক্টর জমির উপর আমন ধান পানির নীচে । 

এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি বলেছেন বন্যাকবলীত এলাকায় বানভাসি মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছি । নদী ভাঙ্গন মানুষের জন্য চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস দিচ্ছি । এছাড়া প্রতিটি বাড়ী ভাঙ্গনের জন্য দিয়েছি ৫ হাজার করে টাকা ।