কালিয়াকৈরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫ পিএম, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | ৩৯৯

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর)সকালে কালিয়াকৈর উপজেলা  বিএনপি'র উদ্যোগে উপজেলার কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত।

অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে কালিয়াকৈর উপজেলা  বিএনপি'র প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন  করার পরে  দেশ এবং জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠিত সভায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনয়র যুগ্ম সম্পাদক আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক মুরাদ বকসী, যুব বিষয়ক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শেলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শামসুজ্জামান শিপলু বকসী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহীন, জেলা ছাত্রদলের সহ সভাপতি শাকিল আহমেদ সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।