টাঙ্গাইলে আবার এক সপ্তাহ যাবত সংক্রমনের হার কমছে


টাঙ্গাইলে আবার এক সপ্তাহ যাবত করোনাভাইরাসে সংক্রমনের হার কমছে। সংক্রমনের হার ১৬ শতাংশের নিচে রয়েছে। এ সময়ে মৃত্যুর সংখ্যাও কম। অপর দিকে এক মাস পর গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই চারদিনে আক্রান্তের হারও অনেক কম।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, বৃহস্পিবার (২৬ আগস্ট) সকাল ৬ টা থেকে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৬ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এক জন মৃত্যুবরণ করেছে। জেলায় মোট মৃত্যু ১৫২ জন। গত ২০ আগস্ট ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ১৩ শতাংশ। করোনায় দুইজনের মৃত্যু হয়। ২২ আগস্ট ২০০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ১১ শতাংশ। করোনায় একজনের মৃত্যু হয়। ২৩ আগস্ট ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ৯ শতাংশ। ২৪ আগস্ট ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ১২ শতাংশ। ২৫ আগস্ট ৩৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ১০ শতাংশ। ২৬ আগস্ট ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ১৬ শতাংশ।
জেলায় প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ এপ্রিল। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ওই বছরের ২০ এপ্রিল। গত এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। জুন মাস থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। জুলাই মাসে সর্বাধিক ৬ হাজার ৩০ জন শনাক্ত হন এবং ১০৫ জন মৃত্যুবরণ করেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমছে। সেই সঙ্গে হাসপাতালে রোগীর চাপও কমছে। সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।