কালিয়াকৈরে আশ্রয়ন প্রকল্পের ১২ টি ঘর হস্তান্তর


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌর এলাকায় বুধবার (২৫ আগষ্ট) আশ্রয়ন প্রকল্পের আওতায় তালিকাভূক্ত ১২ জন ভূমিহীন পরিবারের মঝে প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়। তালিকাভূক্ত ভূমি ও গৃহহীনদের লটারির মাধ্যমে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বুঝিয়ে দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আহম্মেদ রেজা আল মামুন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল আলম তালুকদার, ০১ নং ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ মুহসীন উজ্জামান ও পৌরসভা ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।