যমুনা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত

যমুনা নদীর পানি টাঙ্গাইল অংশে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে যমুনা নদীর কালিহাতী উপজেলার জোকারচর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গোপালপুর-উপজেলার নলীন পয়েন্টেও বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী এবং নিকরাইল ইউনিয়নের মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।
উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল, নাগরপুর, কালিহাতী, ভূঞাপুর, গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুনরায় বন্যা দেখা দিয়েছে।
এ অঞ্চলে পানি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী শাহজাহান সিরাজ বিডি২৪লাইভ কে বলেন, কয়েকদিনের বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায় এতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আমাদের টিম সব সময়ই পর্যবেক্ষণ করছেন। পানি কমলে কিছু এলাকায় ভাঙন হওয়ার সম্ভবনা রয়েছে।