মির্জাপুরে জাতীয় শোক দিবস উদযাপনের সকল কর্মসূচীর প্রস্ততি সম্পন্ন

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১২ পিএম, সোমবার, ১৪ আগস্ট ২০১৭ | ৪৫৩


টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের কর্মসূচীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

কর্মসূচি গুলো হচ্ছে,আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা ও অর্ধনমিত থাকবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক চিত্রাংকন ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা।

সকাল সাড়ে ৯টার সময় শোক র‌্যালি হবে এতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মির্জাপুর বাজার উপজেলা ক্রীড়া সংস্থার ভবন চত্বর থেকে শুরু করে মির্জাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স গিয়ে সমাপ্ত হবে।

সকাল দশ টার সময় মুক্তির মঞ্চ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে।

জাতির পিতার স্মরণে “ বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ” শীর্ষক আলোচনা সভা ও মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বাদ যোহর অথবা সুবিধাজনক সময়ে মিলাদ মাহফিল, দোয়া, বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

এ সকল কর্মসূচির কথা উলে­খ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।