টাঙ্গাইলে বিপুল পরিমানে রাবারসহ গ্রেফতার ১


টাঙ্গাইলের মধুপুরে চুরিকৃত ১ হাজার ৬১০ কেজি কাঁচা রাবারসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি র্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তি ওই গ্রামের মৃত ছাবেদ আলী শেখের ছেলে বিল্লাল হোসেন (৪০)।
এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে কাঁচা রাবারসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন সরকারী রাবার বাগান থেকে দীঘ দিন ধরে কাঁচা রাবার চুরি করে বিক্রয় করে আসছিলো। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।