টাঙ্গাইলে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৫৩ পিএম, রোববার, ৮ আগস্ট ২০২১ | ৩৩২

টাঙ্গাইলের কালিহাতীতে ১৯ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৮ আগস্ট) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার (মধ্যপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে আঃ রাজ্জাক (৩৫), ইনসান আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে সফি (৩২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার মকবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩৫)। এসময় ১৯ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে। 

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী ও ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ করে। কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।