সখীপুরে সাজানো গাড়িতে অবসরে ফিরলেন কনস্টেবল জাহিদ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ পিএম, শনিবার, ৩১ জুলাই ২০২১ | ৬০৩

সখীপুর থানা পুলিশের কনস্টেবল জাহিদ হাসান দীর্ঘ ৩০ বছর ১ মাস চাকুরি জীবন শেষে অবসরে গেলেন। আর তার সেই বিদায় অনুষ্ঠানটি ব্যতিক্রম ভাবে আয়োজন করে টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ। ওই কনস্টেবলের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে ওসির গাড়িটি রঙ বেরংয়ের বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে হয় বসানো হয় ওসির আসনে। পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়ি বাসাইল পশ্চিম পাড়া গ্রামে। এর আগে থানার সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে তার হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ওসি একে সাইদুল হক ভূঁইয়া।

এ সময় অন্যদের মধ্যে ওসি তদন্ত  মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বিআরডিবি‘র ভাইস চেয়ারম্যান ,নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ বলেন, জীবনে কখনও কল্পনা করিনি এমন সম্মান নিয়ে অবসরে যাব। ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান দেখে আমি খুশি হয়েছি। ওসি স্যারসহ সব সহকর্মীকে অসংখ্য ধন্যবাদ।

প্রসঙ্গত:  টাঙ্গাইলের বাসাইল পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাহিদ হাসান। ১৯৯১ সালে  পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন তিনি। সখীপুর থানায় প্রায় ১ বছর কর্মরত থেকে ৩১ জুলাই শনিবার তিনি অবসরে যান।