যমুনা নদীতে নিখোঁজ মোতালেবের মরদেহ উদ্ধার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:১৬ পিএম, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | ২৩১৮

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ যুবক মোতালেব (২৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই ) দুপুরে উপজেলার পলশিয়ার নির্মিতব্য বঙ্গবন্ধু রেল সেতু এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২৮ জুলাই ) সকালে ১২জন বন্ধু মিলে নৌকাযোগে মাছ ধরতে যায় মোতালেব। পরে নৌকা ডুবির ঘটনায় মোবাইল তুলতে গিয়ে নিখোঁজ হন মোতালেব। সে উপজেলার পাথাইলকান্দী গ্রামের আব্দুস সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল ওহাব মিয়া।

 তিনি জানান, যমুনা নদীতে নিখোঁজের একদিন পর মোতালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার বন্ধুরা মিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরে যমুনা নদীতে থাকা বঙ্গবন্ধু রেল সেতুতে ব্যবহৃত একটি বোর্ডে সাথে ধাক্কা লেগে নৌকাটির একপাশ তলিয়ে যায়। এতে নৌকায় থাকা ১১জন তীরে আসতে পারলেও মোতালেব মোবাইল আনতে গিয়ে নিখোঁজ হন সে। পরে সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও তার সন্ধান পাননি।