টাঙ্গাইলে আজও করোনায় মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ এএম, বুধবার, ১৮ আগস্ট ২০২১ | ৪৫৫

টাঙ্গাইল গত একদিনে ৩২৪ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরোও দুইজনের মৃত্যু হয়। শনাক্ত মধ্যে টাঙ্গাইল সদরে ৫০ জন, ঘাটাইলে ৭ জন, দেলদুয়ারে ৬ জন, মধুপুরে ৪ জন, ভুঞাপুরে ৩ জন ও কালিহাতীতে দুইজন রয়েছেন। আক্রান্তের হার শতকরা ২২.২২ ভাগ। 

আজ বুধবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৫৮৩৯ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ২৪৪জন। আরোগ্য লাভ করেছেন ৯৯৩৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৩৮ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১০০২ জন। 

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।