টাঙ্গাইলে টিকা রেজিষ্ট্রেশনের প্রতারণা চক্রের এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ | ৬৮৮
টাঙ্গাইলে কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করার প্রতারণা চক্রের সাব্বির হোসেন রুবেল (৩১) একজনকে আটক করেছে র‌্যাব।
 
বিষয়টি বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-১২ এর ৩নং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এসপি মো. এরশাদুর রহমান নিশ্চিত করেছেন। আটকৃত সাব্বির হোসেন রুবেল সদর উপজেলার নগরজলফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।
 
মো. এরশাদুর রহমান জানান, চলমান মহামারী কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে দেড় থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলো। এমন সংবাংদের বৃহস্পতিবার ভোরে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামীকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।