কালিয়াকৈরে করোনা মোকাবেলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৫ পিএম, রোববার, ১৮ জুলাই ২০২১ | ৪১৪

বর্তমান সময়ে দেশের সকল স্থানেই করোনার প্রভাব অতি মাত্রায় পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যেই করোনার সকল রেকর্ড ভঙ্গ করে আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে ভাইরাসটি। দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে ভারত থেকে আসা ডেল্টা ভেরিয়েন্ট। সামনে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সরকার কর্তৃক কঠোর নিষেধাজ্ঞার মত নিয়ম বেঁধে দেয়া হচ্ছে।

পুরনো এই ৫০ শয্যা বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মোকাবেলার জন্য নেই পর্যাপ্ত প্রস্তুতি। নেই অনেক যন্ত্র চালানোর অপারেটর। করোনা রুগীদের জন্য মাত্র দশটি বেড নির্ধারিত রয়েছে। রয়েছে পনেরো টি অক্সিজেন সিলিন্ডার। কিন্তু অনেক ঔষধের মজুদ নেই। হাই ফ্লো নেজাল কেনোলা অক্সিজেন একটিও নেই। কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাইয়ের অবস্থাও শোচনীয়। পাশাপাশি নেই ভেন্টিলেটরের ব্যবস্থা। এক্স রে যন্ত্রটি নতুন আনা হলেও নেই কোনো অপারেটর। রয়েছে লোকবল সংকট। উপজেলার এই হসপিটালে প্রতিদিন সর্বমোট ৩০ জন করে করোনা নমুনা নেওয়া হয়।

 এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-বেলাল বলেন, করোনা মোকাবেলা করার জন্য যা রয়েছে তা মোটেও পর্যাপ্ত নয়। করোনা রোগীদের জন্য ১০ টি বেড আগে থেকেই নির্ধারণ করা ছিল। এখন যদি রোগীর সংখ্যা হুট করে বেড়ে যায় তাহলে সাধারণ বেড খালি করে রোগীদের সেবা দেওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই। আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল কম থাকায় চাহিদানুযায়ী সেবা দিতে একটু কষ্ট হয়ে যায়।

তিনি আরো বলেন এনেসথেসিয়া একজন ডাক্তার হলে আমাদের এখানে প্রতি মাসে প্রায় ৫০ জন সিজার করা যেতো। অজ্ঞান করার ডাক্তার নেই বলে অনেকেই রিস্ক নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার করার আগ্রহ প্রকাশ করেন না। আমি আশা করি দ্রুতই এই সমস্যা গুলোর সমাধান হয়ে যাবে।