ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ টি বাইপ্যাপ প্রদান

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:৪০ এএম, বুধবার, ১৪ জুলাই ২০২১ | ৩৯৬
করোনাভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ টি বাইপ্যাপ বিতরণ করেছে ওয়ালটন গ্রুপ।
 
বুধবার (১৪ জুলাই) সকাল ১১ টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির মাধ্যমে এ গুলো হস্তান্তর করা হয়।  ৬ জুলাই টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভীকে অবগত করেন। পরে এসএম নুরুল আলম রেজভী সহযোগিতা করার আশ্বাস দেন।
 
বাইপ্যাপ বিতরণকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব, ওয়ালটনের জেষ্ঠ উপপরিচালক অনুপ কুমার সাহা প্রমুখ।

এছাড়াও এই সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানি হাইফ্লো নাস্যাল ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করে। এসব চিকিৎসা সামগ্রী করোনা রোগিদের সেবাদানে অনেক উপকারে আসবে বলে জানিয়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ক ওয়ালটন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।