জলে নিমজ্জিত কালিয়াকৈর পৌর এলাকার শতাধিক ঘরবাড়ি


গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার হরিনহাটি বিশ্বাসপাড়া,পূর্ব চান্দরা এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় শতাধিক বাড়িঘর । শনিবার রাতে মুষলধারে বৃষ্টির পানিতে এই অবস্থার সৃষ্টি হয় বলে জানা যায়।বাড়িগুলোতে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার হরিনহাটি, বিশ্বাস পাড়া বেশিরভাগ এলাকার ঘরবাড়ি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কয়েকটি আবাসিক বাসার ভিতরে পানি প্রবেশ করেছে এমতাবস্থায় ভুক্তভোগীরা পড়েছে চরম বিপাকে।বৃষ্টির পানিতে ভিজে অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার জন্য নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা, খাল দখলও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা।পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং পরিকল্পিত নগরায়ন না হওয়ার কারনে ড্রেনে ময়লা আটকে থাকায় পানি বের হতে না পারায় হরিনহাটি এবং বিশ্বাস পাড়া এলাকায় একটু বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে,বেশির ভাগ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
পৌরসভারভা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন জানান, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ড্রেনের উপর অপরিকল্পিতভাবে ব্রীজ কালভার্ট নির্মাণ, ড্রেনের মুখগুলো ছোট হওয়ার কারণে পানির স্বাভাবিক প্রবাহ কমে গিয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ওই এলাকারই আরেক স্থানীয় বাসিন্দা শাহ আলম সরকার জানান, প্রয়োজনের তুলনায় অনেক ছোট ছোট ড্রেন নির্মাণ করায় আর ড্রেনের উপর স্লাব না থাকার কারণে পলিথিন বোতল সহ বিভিন্ন ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেন দ্রুত ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বিশ্বাস পাড়া এলাকার আল আমিন মোল্লা জানান, পৌর এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য কোন ড্রাম্পিং ব্যবস্থা না থাকায় অনেকেই ময়লা ফেলছেন ড্রেনে এই কারণেই একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ওই একই এলাকার খাদিজা আক্তার জানান, একটু বৃষ্টি বেশি হলেই অনেক ঘরবাড়িসহ রাস্তাঘাট তলিয়ে যায়। তার কারণেই সৃষ্টি হয় দুর্ভোগের জলাবদ্ধতা। জলাবদ্ধতার এই বিষয়গুলো স্থানীয় পৌর কর্তৃপক্ষ কে আমরা বারবার জানিয়েছি কিন্তু তারা শুধু আশ্বাসই দিয়েছেন এখন পর্যন্ত সঠিক কোনো সমাধান পাইনি।
হরিনহাটি এলাকায় স্থায়ী বাসিন্দা শামসুল হক, আলমগীর হোসেন, শাহাদত হোসেন সহ আরো অনেকেই আমাদেরকে জানান,ঘরের ভিতরে ৩-৪ ফিট পানি উঠে পড়ে গেছে আমরা খুব ভোগান্তিতে আছি।ঘরের বিভিন্ন আসবাবপত্র প্রয়োজনীয় মালামাল মাচার উপর উঠিয়ে রেখেছে। আমাদের শিশু সন্তান এবং পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের কে নিয়ে খুবই কষ্টে আছি।
প্রতিবছর বর্ষা হলেই আমাদের এই কষ্ট পোহাতে হয়।খুবই ভোগান্তিতে আছি।দ্রুত এর সুষ্ঠু সমাধান চাই।
মেয়র এর প্রতি আমাদের আকুল আবেদন যে খুব দ্রুত আমাদের এই দুরবস্থা থেকে পরিকল্পিত নগরায়ন এর মাধ্যমে মুক্তির ব্যবস্থা করা হোক।
কালিয়াকৈর পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, পৌরসভার বিশ্বাসপাড়া এবং হরিনহাটি অপেক্ষাকৃত নিচু এলাকা হওয়ার কারণে বৃষ্টির পানিতে খুব সহজেই সবকিছু তলিয়ে যায়। লোকজন সেখানে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকেই কাজ করছেন। খুব দ্রুতই পানি চলে যাবে।
কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুল আলম বলেন, পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ প্রতিনিয়ত চলছে। ইতিমধ্যেই বড় বড় ড্রেন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুঃখজনক ব্যাপার হলো পৌরবাসীদের মধ্যে কিছু লোকজন ময়লা আবর্জনা প্রতিদিন ড্রেনে ফেলে পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করছেন। আমরা পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে আন্তরিক ভাবে ব্যাপক চেষ্টা করছি ইতিমধ্যে অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে আশাকরি দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।