হাসপাতাল থেকে স্টেশন এলাকায় হাটতে গিয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৭ পিএম, শনিবার, ৩ জুলাই ২০২১ | ৪০৮

নাটোর শহরের কানাইখালি এলাকার সাহারা প্লাজার মডেল হাসপাতালে গ্যাষ্টিকে আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগী মনিরুল ইসলাম (৩২)  শনিবার ভোরে হাঁটতে বের হয়ে নাটোর স্টেশন এলাকায় গিয়ে হঠাত মারা গেছেন।

নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, মনিরুল গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন থেকে গ্যাস্টিক রোগে ভুগছিল। শুক্রবার কানাইখালি এলাকার বেসরকারি একটা হাসপাতালে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভর্তি হয়।

পরে শনিবার ভোরে সকলের অগোচরে হাঁটতে বের হয়ে শহরের স্টেশন এলাকায় গিয়ে নাস্তা করে। এ সময় হাসপাতালে ফিরে আসতে গিয়ে রাস্তার উপরে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে তার স্ত্রী সূচনা খাতুন সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করেন।

এ সময় সূচনা খাতুন জানায়, তার স্বামী বৃপাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরী কাম পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তারা শুক্রবার দুপুরে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। তার স্বামী কিছু খাবার জন্য বের হয়েছিলেন।

ষ্টেশন বাজারের প্রত্যক্ষদর্শী মেহেদী ও আলমগীর হোসেন জানান সকাল সাড়ে ছয়টার দিকে নাস্তা শেষে অটো রিকশায় ওঠার সময় সে রাস্তায় পড়ে যায়। পরে লোকজন এগিয়ে এসে বুঝতে পারে তিনি মারা গেছেন। এ সময় পুলিশে খবর দিলে পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।