ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীবাহী বাসে আগুন


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার বিকেল হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যাত্রীবাহী বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস শুক্রবার বিকেলের দিকে তারটিয়ায় গিয়ে বিকল হয়ে পড়ে। বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে মেরামত কাজ শুরু করার কিছুক্ষন পড়েই হঠাৎ করে বাসে আগুন ধরে যায়।পরে দ্রুত টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়া থেকে উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।