অস্ট্রেলিয়ার জার্সিতে আর খেলতে চান না ওয়ার্নার


সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। কান্নাভেজা কণ্ঠে দুজনই ক্ষমা চেয়েছেন তাদের অপরাধের জন্য। বাকি ছিলেন কেবল ডেভিড ওয়ার্নার। শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এই ওপেনারও তার ভুলের জন্য অনুতাপ করেছেন। তবে স্মিথ-ব্যানক্রফটের চেয়ে অনুশোচনা তার সম্ভব একটু বেশিই। অস্ট্রেলিয়ার জার্সিতে আর না খেলারই যে ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নার!
সংবাদ সম্মেলনে স্মিথ ও ব্যানক্রফট নিজের জায়গা থেকে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ওয়ার্নারও চাইছেন ক্ষমা। যে অপরাধ করেছেন, তার জন্য ক্ষমা চেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও তার পরিবারের কাছে। তবে সংবাদমাধ্যমের অনেক প্রশ্নেরই জবাব দেননি তিনি। যার মধ্যে একটি ছিল, তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে। অস্ট্রেলিয়া থেকে অবসর নেওয়ার ব্যাপারে করা প্রশ্নে ওয়ার্নার শুধু তার পরিবারকে সময় দেওয়ার কথাই উল্লেখ করেছেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের প্রায় ঘণ্টা দুয়েকের সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের জবাব কেন দেননি, তা পরে স্পষ্ট করেছেন এই ব্যাটসম্যান তার টুইটার অ্যাকাউন্টে। লিখেছেন, ‘অনেক প্রশ্নের উত্তর আমি দেইনি। বিষয়টির সবকিছুই আমি বুঝতে পারছি। একটা সময় সব প্রশ্নের উত্তর আমি দেবো। তবে এই মুহূর্তে সিএ একটা প্রক্রিয়ার মধ্যে আছে।’ টুইটের পরের অংশে লিখেছেন, ‘আমাকে পরামর্শ দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে সহায়তা করার। সঠিক জায়গায় ও সঠিক সময়ে আমি প্রশ্নগুলোর উত্তর দেবো। বিষয়টি সংবাদ সম্মেলনে উল্লেখ করাটা উচিত ছিল, এজন্য আমি দুঃখিত।’ ক্রিকইনফো