নাটোরে মহিলা এমপির মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৪ পিএম, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ | ৫৮৬

নাটোরে মসজিদ ও মন্দিরের উন্নয়নমূলক কাজের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কানাইখালী এলাকার এমপির নিজ বাসভবনে এসব চেক বিতরণ করেন (নাটোর-নঁওগা) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এমপি।

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নাটোর সদর উপজেলার ৩টি মসজিদ, ২টি মন্দির, নলডাঙ্গা উপজেলার ২টি মসজিদ এবং বাগাতিপাড়া উপজেলার ২ টি মসজিদের মোট ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রতিষ্ঠানের সভাপতিদের কাছে হস্তান্তর  করা হয়। এসময় মহিলা আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।