কালিয়াকৈরে বিয়ারসহ দুই যুবক গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, বুধবার, ২৩ জুন ২০২১ | ৫৮২

গাজীপুরের কালিয়াকৈরে ৯৬  ক্যান অবৈধ বিয়ারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার রাতে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার নন্দন পার্ক সংলগ্ন কনফিডেন্স সিএনজি পাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ই ছুটি এলাকার শাজাহান মিয়ার ছেলে শহিদুল ইসলাম(২৬), অপরজন ঢাকা জেলার আশুলিয়া থানার  কবিরপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে শাওন(২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নন্দন পার্ক সংলগ্ন কনফিডেন্স সিএনজি পাম্প এলাকায় শহিদুল এবং শাওন মাদক দ্রব্য বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট এ থাকা ৯৬  ক্যান  অবৈধ বিয়ার উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোরশেদ মোল্লা বলেন ,গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে। বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।