কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে
সন্ত্রাসী হামলা ১৮ দিন পর আহত ব্যক্তির মৃত্যু


টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত জেরে ১৮ দিন পর আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকার আজগর আলীর ছেলে আব্দুর রশিদ (৩৬)।
গত ৩১ মে (সোমবার) দেশিয় অস্ত্র দিয়ে কতিপয় কিছু সন্ত্রাসী মৃত ব্যক্তির বাড়িতে হামলা চালায়, এতে আব্দুর রশিদসহ কয়েজন আহত হলে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আব্দুর রশিদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। তার চিকিৎসা শেষে বাড়িতে নেয়ার পর বৃহস্পতিবার রাতে রক্তক্ষরন হলে জেনারেল হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত ব্যক্তির মেজভাই সাইদ হোসেন বলেন, আমাদের মালিকানা জমি নিয়ে তাদের সাথে বিরোধ হয়। এ বিষয়ে একটি মামলা হলেও আমার সেই মামলায় রায় পাই এবং পুলিশ সেখানে গত ৩১ মে (সোমবার) তাদের রায় বলে যায়। সেই দিনই তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে এসে রাম দা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মো. হালিম মিয়া, তার দুই ছেলে ইয়াকুব ও ইউসুব, ভাতিজা বাবু, সাজেদুল সুরুজ, সোলাইমান, আবু বক্কও, শরিফুলসহ ২০ জনের বেশি সন্ত্রাসীবাহিনী এসে হামলা চালায়। হামলার পর চিকিৎসা দিলেও দীর্ঘদিন পর আমার ভাই মারা যায়। আমি এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ, এঘটনার দিনই মামলা করা হয়েছিলো। মামলার পর পরই প্রধান আসামী মো. হালিম মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার অন্যান্য আসামীদের মধ্যে ৮ জন আসামী বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছে। রাতে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আমাদের থানা পুলিশ বিজ্ঞ আদালতে মারা যাওয়ার বিষয়টি লিখিত আকারে প্রেরণ করবেন।