টাঙ্গাইলে করোনা বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী ভিত্তিক প্রচারণার কার্যক্রম উদ্বোধন


“মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে করোনা মহামারী বিষয়ে সচেতনতামূলক লোকগান, নাটিকা, এবং স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে ক্যারাভান প্রদর্শনী ভিত্তিক প্রচারণার কার্যক্রম উদ্বোধন হয়েছে।
বুধবার (১৬ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেনসদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্মকর্তা ডাঃ মুহাম্মদ শরিফুল ইসলাম।
পরে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ক্যারাভান প্রদর্শনী ভিত্তিক প্রচারণায় সকল পর্যায়ে সাধারণ মানুষের করোনা মহামারীর সংক্রমণ থেকে নিজের সুরক্ষাসহ পরিবার স্বজন তথা সকলের জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই প্রদর্শনীতে দেখানো হয়। এতে এই মহামারী প্রতিরোধে মাস্ক পরা, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করা, ভিড় এড়িয়ে চলা, নূন্যতম তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা শনাক্ত রোগীদের কোয়ারোন্টাইনসহ স্বাস্থ্যবিধি চলবার দেখানো হয়েছে এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীর নেতৃত্ব দেন এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিঃ এর সুপারভাইজার শেখ ইসমাইল হোসেন।