নৌকার পক্ষে ভোট চাইলেন খান আহমেদ শুভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ | ১০৫৫

বর্তমান সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ।

বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের সাধারণ মানুষের সাথে মত বিনিময়কালে তিনি এ আহবান জানান।

এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশকে এগিয়ে নিতে সরকারের মেগা প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়ণ হচ্ছে। সেই সাথে দেশের তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়ন অব্যাহত রয়েছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ওয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলম মল্লিক, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রসুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস. এম মোজাহিদুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মোঃ মাসুদ রানা মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাবেক জিএস সেলিম শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।